Breaking News

সানজিদার লাশ উদ্ধার,

রাজধানীর মহাখালীর পয়োনিষ্কাশন নালার পানিতে পড়ে যাওয়া ছয় বছরের শিশু সানজিদা আক্তারের লাশ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টা ৫০ মিনিটে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নালায় পড়ে যাওয়ার প্রায় ২০ ঘণ্টা পর মৃত শিশুটিকে উদ্ধার করা হলো। স্থানীয় লোকজনের ভাষ্য, নালায় কোনো ঢাকনা না থাকায় এই দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের পরিদর্শক পলাশ চন্দ্র মোদক প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল বুধবার বেলা দেড়টার দিকে আরেক শিশু তামিমের সঙ্গে খেলতে গিয়ে সানজিদা পানিতে ডুবে যায়। খবর পেয়ে ডুবুরিরা বেলা তিনটার দিকে উদ্ধার অভিযান শুরু করলেও রাত ১২টা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। আবর্জনা ও স্রোতের কারণে সমস্যা হওয়ায় রাতে উদ্ধার অভিযান বন্ধ রাখা হয়। আজ সকাল থেকে আবার উদ্ধার অভিযান শুরু হয়।
পরিবারের সঙ্গে মহাখালীর দক্ষিণ পাড়ার ৭৩/১২ নম্বর বাসায় থাকত সানজিদা। এই বাসা ঘেঁষে আরজতপাড়া থেকে নিকেতন পর্যন্ত গেছে প্রায় চার কিলোমিটার দীর্ঘ একটি পয়োনিষ্কাশন নালা। নালাটি প্রস্থে অন্তত ১০ ফুট। এই নালাতেই পড়ে যায় সানজিদা।
সানজিদার বাবা শাহ আলম বলেন, সানজিদার সঙ্গে খেলছিল তামিম নামে এক শিশু। সানজিদা পানিতে পড়ে যাওয়ার পর তামিমই অন্যদের খবর দেয়। এরপর নালায় নেমে খোঁজাখুঁজি শুরু হয়।বিস্তারিত

No comments